কোনাবাড়িতে ব্রিজ থাকলেও নেই মুল সড়কের সাথে সংযোগ

- আপডেট সময় : ০২:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
গাজীপুরের কোনাবাড়ির ব্রিজ থাকলেও নেই মুল সড়কের সাথে সংযোগ। বাধ্য হয়েই ঝুকিপূর্ণ ব্রিজ দিয়েই চলাচল করছে সাধারণ মানুষ ও শিল্প কারখানার ভাড়ি যানবাহন। মানববন্ধন করেও মিলছে না প্রতিকার। কর্তৃপক্ষ বলছে,ভুমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণ কাজ। তবে দ্রুতই ভোগান্তির অবশানের আশ্বাস নগর কর্তৃপক্ষের।
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আমবাগ,নছের মার্কেট ও শাকাশ্বরসহ বেশ কয়েকটি এলাকার মানুষের চলাচলের আঞ্চলিক সড়ক এটি। গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এ রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাতায়াত করে প্রতিদিন। পুরনো ব্রিজটি ঝুকিপূর্ণ হওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশন কয়েক বছর আগে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যায়ে পুরনো ব্রিজের পাশেই নতুন ব্রিজটি নির্মাণ করে।
ব্রিজটি নির্মাণ কাজ কয়েক বছর আগে শেষ হলেও, হয়নি মুল সড়কের সাথে সংযোগ। গাড়ি চলাচল না করায় ব্রিজের উপরে গড়ে তুলেছে দোকানপাট। বাধ্য হয়েই ঝুকিপূর্ণ ব্রিজ দিয়েই চলাচল করছে সাধারণ মানুষ ও শিল্প কারখানার ভাড়ি যানবাহন।
বর্ষার মৌসুমী প্রতিনিয়ত হচ্ছে বৃষ্টি, এতে ভোগান্তি বাড়ছে কয়েকগুন। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমন দুর্ভোগ থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও গাড়ির চালকরা। দ্রুত ব্রিজটি চালুর দাবি জানান তারা।
কর্তৃপক্ষ বলছে, ভুমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক। তবে খুব দ্রুতই ভোগান্তি সমাধানের আশ্বাস নগর কর্তৃপক্ষের।
খুব দ্রুত ব্রিজটির বাকি কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।