কোটি টাকা হাতিয়ে নেয়া ৫ প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই
- আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
প্রায় ২শ বছর পুরোনো অচল ধাতব মুদ্রা যা কি না বিক্রি হবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়।সম্প্রতি এমন উদ্ভট গল্পের ফাঁদে ফেলে কোটি টাকা হাতিয়ে নেয়া ৫ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দুপুরে পিবিআই প্রধান কর্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান , পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি বনজ কুমার মজুমদার।তিনি জানান, প্রতারকদের কেউ মাধ্যমিক আবার কেউ উচ্চ মাধ্যমিক পাশ। প্রধান প্রতারক মনিরুজ্জামান কামরুল নিজেকে পরিচয় দেন নাসা’র সাথে যোগাযোগ আছে, সিআই এর সাথে যোগাযোগ আছে, ইউএস অ্যামবেসির সাথে যোগাযোগ আছে। আসলে তিনি একজন শাড়ি কাপরেরে ব্যবসায়ী।এক বছরেরও বেশি সময়ে দেড় কোটি টাকা হারান ভুক্তভোগী। লোভে পড়ে শিল্পপতিরা এমন প্রতারণার শিকার হচ্ছেন বলে জানায় পুলিশ। এছাড়াও মানবপাচার ও ভিসা জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। বিদেশে পাঠানো ও চাকরির লোভ দেখিয়ে মধ্যবিত্ত ও স্বল্পশিক্ষিত বেকারদের টার্গেট করে টাকা হাতিয়ে নিতো চক্রটি।
















