কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আলোচনা সাপেক্ষে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য নূন্যতম ২০ শতাংশ কোটা বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যরা। কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।
দুপুরে সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয় তারা। কোটা পুনর্বহালের দাবিতে ৭ দফা তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান মিয়া। এসময় তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর পরিকল্পিতভাবে অত্যাচার নির্যাতন করছে। দাবি না মানলে সারাদেশের মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।