কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামবে ইন্টার মিলান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামবে ইন্টার মিলান। প্রতিপক্ষ রোমা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দু’দলের দ্বৈরথ। চলতি আসরের চমক দেখাচ্ছে ইন্টার মিলান।
সিরি-আ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা ইতালিয়া, সব খানেই দাপট দেখাচ্ছে ইন্টার জায়ান্ট। যদিও সিরি-আয় শেষ ম্যাচে মিলান ডার্বিতে হেরে কিছুটা চাপে আছে ইন্টার মিলান। তবে, রোমার বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে ইন্টার। দু’দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে তারা। ৬৩ বারের দেখায় ২৩ জয়, মিলানের আত্মবিশ্বাস। রোমার ১৭ জয়ের বিপরীতে বাকি ম্যাচ হয়েছে ড্র। সম্প্রতি পরিসংখ্যানেও পিছিয়ে রোমা। ইন্টার মিলানের সঙ্গে শেষ বারের দেখায় ৩-০ তে হেরেছে তারা। যদিও পরিসংখ্যান নয়, মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চায় রোমা।










