কোপা আমেরিকায় আবারও হলুদ রঙ্গে কপাল পুড়লো পেরুর

- আপডেট সময় : ০১:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কোপা আমেরিকায় আবারও হলুদ রঙ্গে কপাল পুড়লো পেরুর। লুকাস পাকুয়েতার একমাত্র গোলে প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। তাতে ঘরের মাঠে টানা দ্বিতীয় কোপার ফাইনাল খেলবে সেলেসাওরা। ১১ জুলাই নিজেদের দশম শিরোপা লক্ষ্যে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা অথবা কলম্বিয়া।
ঘরের মাঠে ম্যাচ শুরু’র আগেই ব্যাকফুটে ব্রাজিল। নিষেধাজ্ঞার কারণে শুরুর একাদশে ছিলেন না গ্যাব্রিয়েল জেসুস আর তিতে রাখেননি রবার্তো ফিরমিনোকে। তাদের জায়গায় এভারটন আর পাকুয়েতায় ভরসা সেলেসাওদের। অন্যদিকে ৪৯ ম্যাচে ৩৫ বারই হারতে হয়েছে যাদের বিপক্ষে, তাদের সঙ্গে অনুমিতভাবেই কিছুটা রক্ষণাত্মক রিকার্ডো গারেকার দল।
তবে, কিক অফ থেকেই আক্রমণে যেতে চেয়েছিলো পেরুভিয়ানরা। যদিও মধ্যমাঠে ক্যাসিমিরো-ফ্রেডদের বাধার দেয়াল টপকাতে পারেনি। উল্টো প্রথম ২০ মিনিটে মুহুর্ম আক্রমণে পেরুর রক্ষণের পরীক্ষা নিয়েছেন নেইমার-রিচার্লিসন।
তবে, নিরাস হয়ে বিরতিতে যেতে হয়নি ব্রাজিলকে। নেইমারের অ্যাসিস্টে ৩৪ মিনিটে ডেডলক ভাঙ্গেন লুকাস পাকুয়েতা।
বিরতি থেকে ফিরে দুই পরিবর্তনে ভিন্ন মুডে পেরু। আক্রমণে উঠে পরিকল্পিতভাবে। তবে ভাগ্যদেবী সহায় ছিলো না পেরুভিয়ানদের। এনডারসনে রক্ষা সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
দ্বিতীয়ার্ধ্বে গোল বাঁচানোতেই বেশি সময় কাটে তিতে শিষ্যদের। মাঠ গুছিয়ে তেমন কোন আক্রমণ করতে পারেননি নেইমার-ক্যাসিমিরোরা। যাও দু-একবার বল পায়ে পেয়েছে ব্রাজিল, পেরুর মারমুখী আচরণে ভেস্তে যায় সেগুলোও।
শেষ পর্যন্ত প্রথমার্ধ্বের দেওয়া ওই এক গোলেই রক্ষা পায় ব্রাজিল। নুন্যতম ব্যবধানের জয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনাল সেলেসাওরা। ২০১৯ এর পর আবারও হলুদ রঙ্গে কপাল পোড়ে পেরুভিয়ানদের