কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে তদন্তের এখতিয়ার জাতিসংঘের নেই : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের তদন্ত করার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি গতবারের মতো জগাখিচুড়ির ঐক্য করে এবারও ধরা খাবে।
বিকেলে রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দেশজুড়ে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন। এর আগে আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেন, যে কোন মূল্যে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখবে আওয়ামী লীগ। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে তাদেরকে সমূলে উৎপাটন করা হবে বলেও হুশিয়ারি দেন তারা। নিরপেক্ষ সরকারের কথা বলে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের মোকাবেলায় দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন নেতারা। পরে, বিক্ষোভ মিছিল বের করা হয়।