কোনো ধরণের সভা-সমাবেশ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মোকাবেলায় যেখানে স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে, সেখানে কোনো ধরণের সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিকেলে রাজধানীর কড়াইল বস্তির এরশাদ স্কুলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত দুস্তদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসকথা জানান। এসময় তিনি জানান, এ প্রাণঘাতী করোনা ভাইরাস যেন সব জায়গায় ছড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সাবধান থাকার আহবান জানান। বলেন, সকল ধরণের ঘনজামায়েত থেকে সবাইকে দুরে থাকতে হবে। এসময় তিনি উক্ত অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সবাইকে যার যার ঘরে ফেরার কথা জানিয়ে সভাস্থল ত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।