কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই আর ভোট জালিয়াতি যারা বোঝে তারা ইভিএম সমর্থন করে না : কাদের

- আপডেট সময় : ০৮:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নির্বাচন বলতে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই আর ভোট জালিয়াতি যারা বোঝে, তারা ইভিএম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, নির্বাচনকে সামনে রেখে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আলোচনায় অংশ নিয়ে নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জালিয়াতি, কারচুপি ও মারামারি-মুক্ত নির্বাচন চায় আওয়ামী লীগ।
নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তবের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিকল্প নেই বিএনপির।
জাতীয় প্রেসক্লাবে আইভি রহমানের স্মরণ সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে শিক্ষাঙ্গনকেই বেছে নেয় অপশক্তি।
কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীকে ফেল করানো অনৈতিক বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।