কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে : আইজিপি

- আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশ এখন পুরোপুরি সফল বলে দাবি করেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে গিয়ে এসব কথা বলেন তিনি।
এর আগে দিনটি উপলক্ষে বৌদ্ধ বিহারে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন আইজিপি। পরে বলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে সকলের আন্তরিক চেষ্টায় সফলতা এসেছে। কোন অনাকাঙ্খিত ঘটনায় বিচলিত না হয়ে ট্রিপল নাইনে কল করে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। এর আগে বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা কর্মসুচির অংশ হিসেবে সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পতাকা উত্তোলন করা হয়। বিহারে আগত পুণ্যার্থীরা বুদ্ধপূজা ও শীল গ্রহণের মধ্যদিয়ে প্রার্থনা শুরু করেন।