ওবায়দুল কাদের কিংবা কেন্দ্রীয় আওয়ামী লীগ কেউ পক্ষে নেই : কাদের মির্জা
																
								
							
                                - আপডেট সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
 - / ১৫৮৭ বার পড়া হয়েছে
 
কেন্দ্রীয় আওয়ামী লীগ কিংবা ওবায়দুল কাদের– কেউই তার সঙ্গে নেই বলে অভিযোগ করেছেন আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌরসভার মেয়রপ্রার্থী ও ওবায়দুল কাদেরের ছোট ভাই বলেছেন, তার পক্ষে জনগণ আছে।
বসুরহাট পৌর নির্বাচনকে সামনে রেখে হাজিপাড়ায় এক পথসভায় বক্তৃতাকালে একথা বলেন তিনি। পথসভায় আবদুল কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেউ তার সাথে নেই। তার ভাই ওবায়দুল কাদেরের ওপরও তার ক্ষোভ আছে। তিনি বলেন, আগামী নির্বাচনে জিততে হলে ওবায়দুল কাদেরকে আরো সতর্ক হতে হবে। সেতুমন্ত্রীর সঙ্গে যারা হাঁটেন, তারা কার থেকে মাসোহারা পান, তার খোঁজখবর নিতেও বলেন তিনি। আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার সাম্প্রতিক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
																			
																		














