কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত

- আপডেট সময় : ০২:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটিতে ২০ বছরের মধ্যে এবার সবচে’ বড় বিক্ষোভ হচ্ছে। মিনোসোটা, মিশিগান, জর্জিয়া, নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়েছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি এবং ১৯টি ভবনে আগুন দেয়া হয়েছে।
বার্তা সংস্থা সিএনএনের প্রধান কার্যালয় ভাংচুর এবং মিনোসোটার গভর্নর ও মিনোপোলিসের মেয়রের পদত্যাগ দাবি করেছে বিক্ষুব্ধরা। বিচার চেয়ে হোয়াইট হাউস ঘেরাও করা হয়েছে। সহিংস বিক্ষোভের মুখে জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা এবং মিনোপোলিস ও সেইন্টপল শহরে কারফিউ জারি করা হয়েছে। মিনোসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনোপোলিসে কারফিউ ভেঙে বিক্ষোভ ও রাতভর লুটপাটও হয়েছে। আটলান্টায় শপিংমল লুট এবং ভাংচুর চালানো হয় বেশ কয়েকটি ভবনে। পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়। এমন পরিস্থিতিতে লুটপাটকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনোপোলিস শহরে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যার পর এ বিক্ষোভ শুরু হয়।