কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শার্শায় উন্নতমানের সার ও বীজ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় যশোরের শার্শায় উন্নতমানের সার ও বীজ বিতরণ করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ ২ হাজার ৯ শত ৮০ জন কৃষক-কৃষানীদের মধ্যে বিনামূল্যে এই অনুদান দেয়া হয়। শার্শা উপজেলার চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, কুড়িগ্রামে চরের ৫৬৩টি দরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা, খাদ্য সামগ্রী, গবাদি পশু ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে কুটিরচর স্কুল এ্যান্ড কলেজ মাঠে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।