কৃষি উন্নয়ন ও পণ্যের বাজার ব্যবস্থা নিশ্চিত করণে মতবিনিময়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চরাঞ্চলের কৃষি উন্নয়ন ও পণ্যের বাজার ব্যবস্থা নিশ্চিত করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলার চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের বজরা দিয়ারখাতা চরে এ সভার আয়োজন করে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র, পল্লী উন্নয়ন একাডেমী এবং সুইচ কন্ট্রাক্ট বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমান এনডিসি। উপস্থিত ছিলেন, সুইচ কন্ট্রাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সেজানসহ অনেকেই। সভায় বক্তারা, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চরাঞ্চলের কৃষি উন্নয়ন এবং পণ্যের বাজার ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্ব আরোপ করেন।