কৃষিপণ্যের ট্রাকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কৃষিপণ্যের ট্রাকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এতে করে পন্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা করেন তিনি। এদিকে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, কাল থেকে উপজেলা পর্যায়ে চালসহ বিভিন্ন ভোগ্য পন্য ওএমএসের মাধ্যমে বিক্রি করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন তারা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা কৃষিপণ্যের ট্রাকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চান।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, বৃহস্পতিবার থেকে চাল ও আটাসহ বিভিন্ন ভোগ্যপণ্য ওএমএসের মাধ্যমে উপজেলা পর্যায়ে বিক্রি করা হবে।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ভোগ্যপন্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান, খাদ্যমন্ত্রী।