কূটনৈতিক ব্যর্থতাকে আড়াল করতে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য টেকসই বসবাসের ব্যবস্থা করছে সরকার

- আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কূটনৈতিক ব্যর্থতাকে আড়াল করতে ভাসানচরে রোহিঙ্গাদের জন্য টেকসই বসবাসের ব্যবস্থা করছে সরকার-এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মিয়ারমানকে উৎসাহিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারার্সনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। নতজানু পররাষ্ট্রনীতি কারণেই রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও দাবি করেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক মহলের আপত্তি থাকার সত্ত্বেও ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে মূল সংকটকে আরো ঘনীভূত করতে পারে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যাকান্ডকে মানবাধিকার লঙ্গন দাবি করে এর প্রতিবাদে ২১ ডিসেম্বর সারা দেশে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দেন দলের মহাসচিব। পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে। সরকার সব জায়গায় এখন প্রোফিট খুজে বলেও জানান তিনি। আর উন্নয়ণের কথা বল্লেও প্রান্তিক জনগণ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এছাড়া জনগণকে করোনা মুক্ত আর গণতন্ত্র উদ্ধার করা বিএনপির মূল লক্ষ্য বলেও জানান মহসচিব মির্জা ফলরুল ইসলাম আলমগীর।