কূটনীতিকদের পদলেহন করা বিএনপি নেতাদের নেশা : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
দিনের বেলা পদযাত্রা আর রাতে কুটনীতিকদের পদলেহন করা বিএনপি নেতাদের নেশায় পরিণত হয়েছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না, কুটনীতিকদের কথায় সরকার পতন হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে চট্টগ্রামের হাটহাজারী ফতেপুর স্কুল মাঠে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বিএনপির পাল্টা কর্মসুচী নয়, জনগণের জান মালের নিরাপত্তা রক্ষায় মাঠে আছে আওয়ামী লীগ। পেট্রোল বোমা মারা সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। প্রয়োজনে হুকুম দাতাদের ধরতেও অভিযান চালানো হবে বলে হুঁশিয়ার করেন তিনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ ছালামসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।























