কুয়েটের সদ্য প্রয়াত শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহের ময়নাতদন্তের জন্য আবেদন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটের সদ্য প্রয়াত শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহের ময়নাতদন্তের জন্য আবেদন করেছে পুলিশ। এ কারণে প্রয়াত শিক্ষক সেলিমের মরদেহ কবর থেকে তোলা হবে।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, কুয়েট কর্তৃপক্ষ শিক্ষক ড. মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ঘটনাটি জিডিভুক্ত করা হয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ পরিদর্শক শাহরিয়ার হাসানকে তদন্ত কর্মকর্তা করা হয়। মৃত্যু রহস্য উদঘাটনে এখন মরদেহ উত্তোলন করা হবে। এ জন্য তদন্ত কর্মকর্তা খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে ময়নাতদন্তের আবেদন করেছেন।

 
																			 
																		






















