কুড়িগ্রামে যুবলীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। এসময় হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের বাসটার্মিনাল ও ত্রিমোহনী এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধ তুলে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দলীয় নেতাকর্মী ও পুলিশ জানায়, সোমবার রাতে সভার প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিকের উপস্থিতিতে জেলা ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ বাধে। এতে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, মহিলা নেত্রী সহ ২০ নেতাকর্মী আহত হয়।