কুড়িগ্রামে বন্যায় পানিবন্দি প্রায় লক্ষাধিক মানুষ

- আপডেট সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে চলমান বন্যায় পানিবন্দি জীবন-যাপন করছে প্রায় লক্ষাধিক মানুষ। এ অবস্থায় সরকারী-বেসরকারী সহায়তা না মেলায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবি মানুষ। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে প্রায় দুই সপ্তাহ ধরে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নদ-নদী অববাহিকার দুই শতাধিক চরসহ নিম্নাঞ্চল। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে সরকারীভাবে ত্রাণ সহায়তা বরাদ্দ করা হলেও তা না পাওয়ার অভিযোগ বন্যার্তদের।
অনেকে ঘর-বাড়ি ছেড়ে উঁচু জায়গা আশ্রয় নিলেও বেশির ভাগ মানুষের দিন কাটছে একবুক পানি আর নৌকায়। এতে করে হাতে-পায়ে ঘাসহ দেখা দিয়েছে পানি বাহিত রোগ।
বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে শিশু খাদ্যর সংকট। চারন ভুমি তলিয়ে থাকায় দেখা দিয়েছে গো খাদ্যের সংকটও।
সরকারীভাবে বর্নাতদের জন্য ২৮০ মেট্রিক টন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়ার কথা জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা। এসব চাল ও টাকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ কাজ চলছে বলেও জানান তিনি।
এমন অবস্থায় দ্রুত খাদ্য সহায়তা নিয়ে অসহায় এসব মানুষের পাশে দাড়াবে সরকার এমনটাই প্রত্যাশা তাদের।