কুড়িগ্রামে জমে উঠেছে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনী প্রচারণা

- আপডেট সময় : ০৭:১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জমে উঠেছে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের নানান অভিযোগ। অন্যদিকে সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা।
৩১ জানুয়ারি কুড়িগ্রামের ২ উপজেলার ৮টি ইউনিয়নের ভোট গ্রহণ হবে। নির্বাচনে চিলমারীর ৫ ইউনিয়নে ৩২ এবং ভুরুঙ্গামারী ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভয়-ভীতি দেখানোসহ ইভিএম নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর।প্রশাসনের দৃষ্টি আর্কষণে করছেন সংবাদ সম্মেলন।
এদিকে চেয়ারম্যান নির্বাচিত হলে সমাজে অবক্ষয় দূর করাসহ নানা উন্নয়নের প্রতিশ্রতি দেন সরকার দলীয় নৌকা প্রতিকের এই প্রার্থী।
তবে ভোটাররা জানান, প্রতীক দেখে নয়, এলাকার উন্নয়নের স্বার্থে ভালো প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। আর এজন্য প্রাশাসনের নিকট সুষ্ঠ ভোট দাবি করেছেন ভোটররা।
প্রার্থীদের অভিযোগের কথা স্বীকার করে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানান প্রশাসনের এ কর্মকর্তা।
জেলার ২ উপজেলায় ৮ ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৬০ হাজার ৬শ’ জন। ৬ষ্ঠ ধাপের এ ইউপি নির্বাচনে শান্তিপুর্ণ ভোট গ্রহণের ব্যবস্থা করবে সরকার, এমটাই প্রত্যাশা তাদের।