কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে চালসহ খাদ্যসামগ্রী বিতরণে অনিয়মে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ খাদ্যসামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউপি সদস্যরা।
দুপুরে সদর উপজেলার ঘোগাদহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত কর্মহীন নারী-পুরুষসহ ইউপি সদস্যরা অংশ নেয়। মানব বন্ধনে বক্তারা বলেন, প্রকৃত সুবিধাভোগীদের খাদ্য সহায়তা না দিয়ে চেয়ারম্যান শাহ্ আলম মিয়া তার পছন্দের ব্যক্তিদের তা দিয়েছেন। এছাড়া ওই ইউনিয়নের ১, ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কোন চাল দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।