কুড়িগ্রামে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২৩:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
 - / ১৫৬০ বার পড়া হয়েছে
 
কুড়িগ্রামে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কিংডম অব সৌদি আরব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
দুপুরে কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এসব খাদ্য সামগ্রী বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলী, কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, কিং সালমান হিউমেনিটেরিয়ান এইচ এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি আব্দুল্লাহ খালেদসহ স্থানীয়রা।
এদিকে, কাভিড ১৯ প্রতিরোধে সাধারণ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর সৌজন্যে ঝালকাঠিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বেলা ১২টায় ঝালকাঠি জেলা পরিষদ হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
																			
																		












