কুড়িগ্রামে আলুর ভালো ফলন হয়েছে
- আপডেট সময় : ০৩:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে আলুর ভালো ফলন হয়েছে। এতে, দাম কম হওয়ায় ক্রেতারা খুশি। কিন্তু, হতাশ কৃষক। এ অবস্থায় ভালো দামের আশায় হিমাগারসহ বাড়িতে আলু সংরক্ষণ করছেন তারা। সংরক্ষিত আলুর দাম আগামীতে বৃদ্ধি না পেলে চরম ক্ষতির মুখে পড়বে।
এ মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৬ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষ হয়েছে ৭ হাজার ৪০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি গড় উৎপাদন হচ্ছে ২২ মেট্রিক টন আলু। এখন চলছে আলু উত্তোলনের ভরা মৌসুম। আলুর বাম্পার ফলনে কৃষকরা খুশি হলেও চাহিদা অনুযায়ী দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
বর্তমানে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ টাকা দরে। এতে উৎপাদন খরচই উঠছে না কৃষকদের।
আলু উত্তোলনের ভরা মৌসুমে হিমাগার ও স্থানীয়ভাবে সংরক্ষনের পরামর্শ দেন কৃষি বিভাগের এ কর্মকর্তা।
আলু চাষীদের ক্ষতি থেকে বাঁচাতে বিদেশে আলু রপ্তানীসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা কৃষকদের।





















