কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে অভিযোগ থেকে অব্যাহতি

- আপডেট সময় : ০৫:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছেন রাষ্ট্রপতি। এর ভিত্তিতে ২৩ নভেম্বর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেয়া ও নির্যাতনের ঘটনায় তাকে শাস্তি দেয়া হয়। দুই বছর সুলতানা পারভীনের বেতন বৃদ্ধি স্থগিত করে লঘু দণ্ডের শাস্তি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই লঘু দণ্ডের শাস্তি বাতিল করে অভিযোগের দায় থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে ধরে এনে সাজা দিয়েছিলেন ওই সাবেক ডিসি। ‘মাদকবিরোধী অভিযানে’ আরিফুলের কাছ থেকে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। জেলা প্রশাসকের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণেই তাঁর ওপর নিগ্রহ করা হয় বলে অভিযোগ করেন আরিফুল। সাবেক ডিসিকে অব্যাহতি দেয়াকে দু:খজনক বলে মনে করেন আরিফ।