কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৭২৩ বার পড়া হয়েছে
অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সকালে সীমান্তের চর গয়টাপাড়া গ্রামের কাছে ১০৫৩ সীমান্ত পিলারের কাছ থেকে ওই ভারতীয়কে আটক করে বিজিবি। আটক আশরাফুল ভারতের মানকারচরের হাট শিঙ্গিমারী থানার সুখচর উজান বজরা গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগ রৌমারী থানায় আটক আশরাফুলকে সোপর্দ করেছে বিজিবি।























