কুসিক নির্বাচনে জমার শেষ দিনে রিফাত-সাক্কুর মনোনয়ন দাখিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতও বিকেলে মনোনয়নপত্র জমা দেন।
বেলা সাড়ে ১১টায় সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে সাক্কুর পক্ষে মনোনয়ন জমা দেন তার ছোট ভাই কাইমুল হক রিঙ্কু। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত তিন মেয়রসহ শতাধিক কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ১৭ মে এবং বাছাই ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন।