কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনী মাঠ এখন সরগরম

- আপডেট সময় : ০২:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনী মাঠ এখন সরগরম। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। হামলার কারণে প্রচারণায় নামতে পারছে না বলে অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিক, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোলা সদরে বাড়ছে সহিংসতা। উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। কার্যালয় ভাঙচুর, প্রার্থীর উপরে হামলা, গুলিবর্ষণ বোমাবাজিসহ নানা সহিংসতা ঘটছে জেলার কয়েক ইউনিয়নে। সাধারণ ভোটারদের দাবি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন। স্থানীয় প্রশাসনও দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পুলিশ সুপার।
৫ জানুয়ারী কুষ্টিয়া সদরের বটতৈল, দুর্গাপুর ও পাটিকাবাড়ী ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হামলার-মামলার ঘটনা ঘটছে। এলাকার উন্নয়ন হয়েছে নৌকা প্রতিকের উপর নির্ভর করে। তাই সাধারণ মানুষ নৌকাকেই ভোট দেবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী শতভাগ আশাবাদ এসব চেয়ারম্যান প্রার্থীদের।
ভোট কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দিতেই আগ্রহী ভোটাররা। এমন দাবী এসব সাধারণ ভোটারদের।
বিদ্রোহী প্রার্থীরা কখনও আওয়ামীলীগের সমর্থক ছিলেন না। জার্সি পরিবর্তন করে মাঠে নেমেছে। ৫ জানুয়ারী ভোটে তাদের বর্জন করা হবে। এমন মন্তব্য জেলার সাধারণ সম্পাদকের।
কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ, বিদ্রোহী ও স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে ৪২ জন প্রতিদ্বন্দিতা করছেন।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সময় ঘনিয়ে আসার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ।
নির্বাচনী সহিংসতা ঘটছে হরহামেশরাই। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটাররেও।
অন্য উপজেলাগুলোর মত ভোলা সদরের নির্বাচন হবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা চলছে।
ভোলা সদরের ১২টি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন হবে প্রত্যাশা প্রার্থী এবং ভোটারদের।