কুষ্টিয়া দৌলতপুরে কোদালের কোপে নৃশংসভাবে মা’কে হত্যার অভিযোগে পুত্রের মৃত্যুদন্ডাদেশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
 - / ১৬৩৬ বার পড়া হয়েছে
 
কুষ্টিয়া দৌলতপুরে কোদালের কোপে নৃশংসভাবে মা’কে হত্যার অভিযোগে পুত্রের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।
বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তি হলেন- দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে জুয়েল সরদার ওরফে জুয়েল রানা। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর, দুপুরে জমিজমা নিয়ে পারিবারিক কলহের জের ধরে উত্তেজনার এক পর্যায়ে জুয়েল রানা তার মা বানেরা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এসময় হাসুয়া ভেঙ্গে গেলে পাশে থাকা কোদাল দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে।
																			
																		














