স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় কুষ্টিয়া ও বাগেরহাটে দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় কুষ্টিয়া ও বাগেরহাটে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে সকালে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। পলাতক আসামী ইয়াসিন মোল্লাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইয়াসিন মোল্লা। পরে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় মামলা করেন।
এদিকে, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাগেরহাটের শরণখোলার এক মাদ্রাসার সুপার ইলিয়াছ হোসেন জমাদ্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।