কুষ্টিয়ায় ভেঙে ফেলা বঙ্গবন্ধুর ভাস্কর্যের পুনঃনির্মাণ শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ভেঙে ফেলা বঙ্গবন্ধুর ভাস্কর্যের পুনঃনির্মাণ শুরু হয়েছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে আজ আদালতে তোলা হবে। সকাল থেকে শুরু হয় ভাস্কর্যের নির্মাণকাজ।
দুপুরে গ্রেপ্তার মাদ্রাসাছাত্র-শিক্ষককে আদালতে তোলা হবে বলে জানান কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রের ১০ দিন করে এবং দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। এ কাজে তাদের নির্দেশ দেন শিক্ষক আল আমিন ও ইউসুফ।রোববার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।


















