কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে নড়াইল ও পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে নড়াইল ও পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার তীব্র প্রতিবাদ করেন।
এদিকে, কুষ্টিয়ায় নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে বিকৃত এবং ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। গেলরাতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রকির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা দোষীদের শাস্তির দাবি জানান।