কুষ্টিয়ার মিরপুরে এবং চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে এবং চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরে মেহেরপুরগামী বাসের সাথে ভ্যানের ধাক্কায় ভ্যান চালক লিটন নিহত হয়েছে। দুপুরে উপজেলার নওদাপাড়া ব্রিজের উপরের এই সড়ক দুর্ঘটনায় আরো দুই জন আহত হয়। গুরুতর আহতদের আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী কিশোরের মৃত্যু হয়েছে। সকালে ব্যাটারিচালিত অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা আকাশ ও চালককে রাহাতকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করে।