কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন ফকিরের আখাড়া বাড়িতে স্মরণোৎসব শেষ হচ্ছে কাল

- আপডেট সময় : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন ফকিরের আখাড়া বাড়িতে স্মরণোৎসব শেষ হচ্ছে কাল। বাউলদের সাধুসঙ্গ আর গানে এখন সরগরম মেলা প্রাঙ্গণ। এবার উৎসবে কিছুটা করোনা আতংক থাকলেও এসেছেন দেশে-বিদেশ থেকে ভক্ত-অনুসারীরা।
আখড়াবাড়ির আঙিনাজুড়ে এখন কেবলই বাউল-ভক্ত অনুসারীদের আনাগোনা। আস্তানায় বসেছেন গুরু-শিষ্য; আর ভক্তরা নানা অনুসঙ্গ পালনে ব্যস্ত। ভাব-পরমপরমার এই রীতি দেখতেও আখড়াবাড়ির উৎসবে আসেন অনেকে। তবে বাউলপথের বিশ্বাসীদের কাছে এই উৎসব অন্যরকম এক আয়োজন।
এবারও মানবতাবাদী লালন ফকিরের দর্শন অনুসন্ধানসহ পূর্ণ্যভূমি ছেঁউড়িয়ায় কিছুটা সময় কাটাতে এসেছেন দেশী-বিদেশী পর্যটক। এদিকে, স্মরণোৎসবকে ঘিরে কালীনদীর উন্মুক্ত ময়দানজুড়ে বসেছে মেলা। তবে করোনা আতংকে লোকসমাগম কম বললেন বিক্রেতারা। প্রতিদিন সন্ধ্যায় লালন মঞ্চে মরমী এই সাধকের আধ্যাত্মবাদ ও দর্শন নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন গবেষকরা। এরপর রাতভর চলে লালন ফকিরের গান নিয়ে শিল্পীদের পরিবেশনা।