কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন তীব্রতর

- আপডেট সময় : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙন তীব্রতর হয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। পদ্মার ভয়াল গ্রাসে এরইমধ্যে নদীগর্ভে গেছে মরিচা ও চিলমারী ইউনিয়নের বেশকিছু এলাকা। বিলীন হয়েছে বিজিবির সীমান্ত ফাঁড়িসহ ছোট-বড় কয়েকটি স্থাপনা। ঝুঁকিতে আছে রাইটা-মহিষকুন্ডি নদী রক্ষা বাঁধসহ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। ভাঙ্গনরোধে স্থায়ীবাঁধ নির্মাণসহ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
যতদূর চোখ যাই নদী পাড় জুড়ে শুধু ভাঙনের ক্ষত। কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা তীরবর্তী মরিচা ও চিলমারী ইউনিয়নে বসতবাড়ি শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন। ফিলিপনগর, রামকৃষ্ণপুর ইউনিয়নসহ ভেড়ামারা উপজেলার বেশকিছু এলাকার মানুষ ভাঙন আতংকে দিন পার করছে।
ভুক্তভোগীরা বলছেন, ভাঙ্গনরোধ করা সম্ভব না হলে এই এলাকার শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হবে। ভাঙ্গন ঝুঁকিতে আছে নদী তীরবর্তী কয়েকটি গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সরকারী-বেসরকারী স্থাপনা ও বসতবাড়ি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদীর পানি কমতে শুরু করায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। জিওব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে।
কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছরই ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হচ্ছে ফসলি জমিসহ বসতবাড়ি।