কুষ্টিয়ায় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

- আপডেট সময় : ০৬:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজামণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারির কথা জানিয়েছে পুলিশ।
আগামী ২৭ সেপ্টেম্বর পঞ্চমী তিথিতে কৈলাস থেকে হাতিতে চড়ে স্বপরিবারে মর্তে আসবেন
দুর্গতিনাশিনী দেবীদুর্গা। এর এক সপ্তাহ আগে মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।
কুষ্টিয়ার প্রতিমা শিল্পীরা নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। সঙ্গে আছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী। চলছে তুলির আঁচড়ে শেষ মূহুর্তের প্রস্তুতি।
প্রতিটি প্রতিমা নির্মাণে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পাচ্ছেন কারিগররা। তাদের কণ্ঠে রয়েছে অনুযোগের সুর। সব উপকরণের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি কারিগরদের মজুরি।
জিনিসপত্রের দাম বাড়ায় এবছর খরচ কিছুটা বেশি হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
কুষ্টিয়া জেলায় ২৫০টির বেশি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চেয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদ বা ফ্রন্টের নেতারা।
আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারির কথা জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা।
এবছর নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে আশা সনাতন ধর্মাবলম্বীদের।