কুষ্টিয়ায় আইনজীবির বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৮১১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় আইনজীবির বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া মজমপুর জিলা স্কুলের সামনে একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত তরুণীর মা শরিফা বেগম রাতে কুষ্টিয়া থানায় অভিযোগ দায়ের করেন। স্বজনরা জানান, ঘটনার দিন সন্ধায় আইনজীবির বাসায় মরদেহ পাওয়া গেছে। পরে রাতে পরিবারের লোকজন ভ্যানযোগে মরদেহ কুষ্টিয়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় মরদেহ।













