কুলাউড়ায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল ৭টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, সকালের দিকে স্থানীয়দের কাছ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহত যুবকের হাতে ও মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ ম কামাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।