কুমিল্লা ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কুমিল্লা ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাডভোকেট আফজল খান ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দুপুরে মুত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আফজাল খান। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। আফজলের খানের ছেলে মাসুদ পারফেজ খান ইমরান জানান, কাল সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে।