কুমিল্লা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ চলছে ধীর গতিতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
কুমিল্লা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ চলছে ধীর গতিতে। এলাকাভেদে বিচ্ছিন্ন কাজের কারণে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী ও যানবাহন চালক। খানাখন্দে ভরা সড়কে সৃষ্টি হচ্ছে যানজট আর বিকল হয়ে পড়ছে যানবাহন। ধূলোবালির কারণে দূর্ভোগে রয়েছে সড়কের পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি-ঘরের মানুষ। সড়ক বিভাগ বলছে, দ্রুতই শেষ হবে কাজ।
জেলার বুড়িচং উপজেলার দেবপুর থেকে মুরাদনগরের কোম্পানিগঞ্জ পর্যন্ত সড়কের বেশ কয়েকটি স্থানে চলছে সংস্কার কাজ। কম দূরত্বের পাশাপাশি কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিলেটসহ অন্তত পাঁচ জেলার যানবাহন চলাচল করে এখান দিয়ে। কাজের ধীর গতির কারনে চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা।
সড়ক ও জনপথ বিভাগ বলছে, আগামী তিন মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।
দ্রুত কাজ শেষ করার মাধ্যমে কর্তৃপক্ষ জনদুর্ভোগ দূর করবে বলে আশা সাধারন মানুষের।










