কুমিল্লা সিটি নির্বাচন প্রমাণ করেছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি নির্বাচন প্রমাণ করেছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীতে এক সভায় এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী আওয়ামী লীগের কাছে গণতন্ত্র আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন সাংবাদিক নেতারা যোগ দেন।
দেশের গণতন্ত্র মুক্ত না হলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পাওয়া সম্ভব নয় বলে মনে করেন, সাংবাদিক নেতারা।
বর্তমান সরকারকে বৈধ মনে করেনা বিএনপি। তাদের অধীনে নির্বাচনে যাবে না বলে আবারও জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ফিরিয়ে আনতে সব মানুষকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে বিএনপি কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল।
বিএনপি ক্ষমতায় এলে ডিজিটাল নিরাপত্তা আইনসহ গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করা হবে বলেও জানান, দলটির মহাসচিব।