কুমিল্লা সিটি নির্বাচনী প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও উত্তাপ ছড়াচ্ছেন। দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ।
সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, মিছিল, মিটিং, পথসভা আর উঠান বৈঠক করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট টানতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। থেমে নেই একে অপরের বিরুদ্ধে অভিযোগও। পোস্টার, ব্যানার আর প্রার্থী-সমর্থকদের আনাগোনায় উৎসবের নগরে পরিণত হয়েছে কুমিল্লা শহর। কাউন্সিলর প্রার্থীরাও সক্রিয় নির্বাচনের মাঠে। পাড়া-মহল্লা আর বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তাঁরাও। ১৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন।





















