কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের অভিযোগ-পাল্টা-অভিযোগ

- আপডেট সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেশী শক্তি ব্যবহার করছেন বলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ করেছেন। নৌকার প্রার্থীর পাল্টা অভিযোগ, সাক্কু ১৬ বছরেও নগরীর সমস্যা সমাধান করতে পারেনি। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীই চোর বলে মন্তব্য করেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন।
প্রচারণার দশম দিনে মাঠে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। প্রচারের সময় একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ করছেন মেয়র প্রার্থী সাক্কু ও রিফাত। নির্বাচনে কে কতো ভোটারদের কাছে যেতে পারবেন তাই নিয়ে চলছে প্রতিযোগীতা। আওয়ামী লীগ প্রার্থীর দাবি, সাক্কু নগরীর সমস্যা সমাধান করতে পারেনি, ১০ মিনিটের বৃষ্টিতে কুমিল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জবাবে সাক্কু বলেন, তিনি দূর্নীতি করলে এর জবাব ভোটাররা দিবে। নির্বাচনকে প্রভাবিত করতে পেশী শক্তির মতো মিথ্যা কথা ছড়াচ্ছে ক্ষমতসীন দলের প্রার্থী।
আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রতিদ্বন্দী দুই মেয়র প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন বড় দুই প্রার্থী জনগণের ভাগ্য উন্নয়নে কোন অবদান রাখেনি।
এবারের নির্বাচনে শতভাগ ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে । আগামী ১৫ জুন হবে নির্বাচন ।