কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ

- আপডেট সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ। স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন স্বতন্ত্র দুই মেয়র প্রার্থী। তবে, এজন্য হাইকোর্টের নির্দেশনা লাগবে বলে জানাচ্ছেন নৌকার প্রার্থী। আর এক সপ্তাহ পরই নির্বাচনের ভোট গ্রহণ।
পূর্ণউদ্যমে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। তিন মেয়র প্রার্থীসহ কাউন্সিলররা নগর চষে বেড়াচ্ছেন প্রত্যাশিত ভোটের আশায়।
সকালে ১৭ নম্বর ওয়ার্ডের সংরাইশে গণসংযোগে নামেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী নিজামউদ্দিন কায়সার। নিজাম উদ্দীন কায়সার বলেন, শুধু সিটি কর্পোরেশনই নয়, ইউনিয়নে থেকেও শহর নিয়ন্ত্রণ করা যায়। সকালে সিটির ১৩নম্বর ওয়ার্ডের তালতলা, চর্থা ও নবাববাড়িএলাকায় গণ সংযোগ করেন সদ্য বিদায়ী মেয়র সাক্কু। কথা বলেন, স্থানীয় এমপির আচরণ বিধি লঙ্ঘণের বিষয়ে।
নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত গণসংযোগ করেন টিক্কাচর ব্রিজ এলাকায়। এসময় প্রার্থীদের সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় এমপিকে প্রচারণায় অংশ না নিয়ে এলাকা ছাড়তে ইসির নির্দেশ মনগড়া বলে অভিহিত করেন তিনি।
নির্বাচনে শতভাগ ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে । আগামী ১৫ জুন হবে নির্বাচন।