কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ছয় মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সকাল সাড়ে ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মনোনয়ন বাছাই কার্যক্রমের সময় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।বৈধ ঘোষণা করা ছয় প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু, নিজাম উদ্দিন কায়সার, ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, কামরুল আহসান বাবুল। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকাল তিনটায় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর বৈধতা নিয়ে শুনানি শেষে পারভেজ খান ইমরানকে বৈধ ঘোষনা করা হয়।