কুমিল্লা সিটিতে দুই আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটিতে দুই আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের দাফন করা হয়েছে। জোড়া খুনের মামলার আসামি তারা। পুলিশ জানায়, নিহতদের মরদেহ নিজ এলাকায় নিয়ে গেলে সমস্যা হতে পারে- এই আশঙ্কায় সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত নগরীর টিক্কারচর কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু বাদ মাগরিব নিহতদের জানাজা পড়াতে কোনো মাওলানা অংশ না নেয়ায় জানাজা ছাড়াই সাব্বির হোসেন ও মোহাম্মদ সাজনের মরদেহ দাফন করা হয়। এ সময় দুই পরিবারের সীমিত সংখ্যক সদস্য উপস্থিত ছিলো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেসময় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়