কুমিল্লা, মাদারীপুর, গোপালগঞ্জ ও ঝিনাইদহে ৪ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কুমিল্লা, মাদারীপুর, গোপালগঞ্জ ও ঝিনাইদহে থেকে চার’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে দুই ভাই ইব্রাহিম ও সোহেলের মধ্যে কয়েকদিন আগে মারপিট হয়। এসময় তাকে ইব্রাহিমকে সহযোগিতা করে তার স্ত্রী রুজিনা। ওইদিন থেকে সোহেলকে খুঁজে না পেয়ে বাকিরা পুলিশে জানায়। বড়ভাইয়ের ঘরের নিচের মাটিতে পুঁতে রাখা সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের পুর্ব গাছবাড়িয়াতে আইয়ুব আলি বেপারী নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে নিখোঁজের আটদিন পর হাবিল শিকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়।
ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, উদয়পুর গ্রামের কারিশমা নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
















