কুমিল্লা মহাসড়কের ১০০ কিলোমিটার সড়ক এখন ভোগান্তির কারণ
- আপডেট সময় : ০৪:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৩ বার পড়া হয়েছে
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে ১০০ কিলোমিটার সড়কে বিভিন্ন পয়েন্টে বাজারগুলো এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সকল বাজার অপসারণ করে নেয়ার দাবি জানিয়েছে সাধারণ যাত্রী চালক ও পরিবহন শ্রমিকরা। সড়ক জনপদ বিভাগ এবং হাইওয়ে পুলিশ জানায়, এ সকল অবৈধ বাজার অপসারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি চারলেনে উত্তীর্ণ করার পর ভোগান্তি কিছুটা কমলেও দু’পাশে থাকা বাজারগুলো নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে । ১০০ কিলোমিটারের মধ্যে রয়েছে গৌরীপুর, চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার, সূয়াগাজী বাজার, মিয়া বাজার, চৌদ্দগ্রাম বাজারসহ আরো কয়েকটি বাজার। এ সকল স্থানে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। এ সকল বাজার গুলোতে এসে গতি কমায় বাড়তি সময় ও জ্বালানি অপচয় হচ্ছে যানবাহনের। প্রায়ই এ সকল বাজারে সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজট পোহাতে হয় যাত্রীদের।
সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, কিছুদিন পর পরই এ সকল বাজার উচ্ছেদ করা হয়। তবে কোন ধরনের আইন না মেনেই সড়কের জায়গা দখল করে অসাধু চক্র। প্রশাসনের সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে তবেই এ সকল বাজার অপসারণ সম্ভব।
হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, প্রতিনিয়তই মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
মহাসড়কের মাঝে গড়ে উঠা বাজার এখন বিষ ফোঁড়ায় রুপ নিচ্ছে। এখনই এসকল বাজার অপসারন না করলে ভবিষ্যতে বড় ক্ষতির কারন হয়ে দাঁড়াবে।




















