কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়ক গর্ত আর খানাখন্দে ভরা

- আপডেট সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
কুমিল্লা-বুড়িচং-মিরপুর সড়কজুড়ে এখন শুধুই গর্ত আর খানাখন্দ। গতবারের বন্যার পর এক বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি সড়কটি। এতে দুর্ভোগে পড়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ। রাস্তাটির সংস্কার কাজ অতি দ্রুত সম্পন্ন করার দাবী এলাকাবাসীর। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন।
কুমিল্লা সদর থেকে ৩২ কিলোমিটার দীর্ঘ ব্রাহ্মণপাড়ার মিরপুর সড়ক। যান চলাচলের অন্যতম ব্যস্ত এই সড়কের চিত্র এমন— খানাখন্দে ভরা, পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে ইট-সুরকি, কোথাও কোথাও বড় গর্তে আটকে পড়ছে যানবাহন। গত বছরের আগস্টে গোমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তত ২২০ কিলোমিটার সড়ক। এর মধ্যে সবচেয়ে করুণ অবস্থা এই কুমিল্লা-মিরপুর সড়কের।
স্থানীয় জনপ্রতিনিধির দাবি, সড়কটি অনেক দিন ধরে অবহেলিত। এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটি যেন অতিদ্রুত সংস্কার করা হয় ।
সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, রাস্তাটি সংস্কারে দুটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ঠিকাদার নিয়োগের প্রস্তুতি চলছে।
একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক দীর্ঘদিন সংস্কারহীন থাকায় জীবনঝুকিতে চলতে হচ্ছে সাধারণ মানুষকে।