কুমিল্লা নগরীতে যানজট যেন নিত্য দিনের সঙ্গী

- আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরীতে যানজট যেন নিত্য দিনের সঙ্গী। তীব্র এই যানজটে কর্মঘন্টা যেমন নষ্ট হয়, তেমনি চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। শহরের কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, চকবাজার ও টমছমব্রিজসহ প্রধান সড়কগুলো প্রায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্থবির থাকে। যানজট নিরসনে সবর্বাত্মক কাজ চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অতিরিক্ত যানবাহনের চাপ, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, রাস্তার ওপরে নির্মাণসামগ্রী রাখাসহ নানা কারণে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়েছে। ফলে কুমিল্লা এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। নিত্যদিনের যানজটে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর।
কুমিল্লা শহরে রিকশা, ব্যাটারিচালিত অটো রিকশার সংখ্যা অন্তত পাঁচগুণ বেড়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে নগরজুড়ে দাপিয়ে বেড়ানো এসব অবৈধ পরিবহনের কারণেই বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়াও নগরীর বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। এসব এলাকায়ও যানজট নিত্য চিত্র।
পুলিশের দাবি, যানজট নিরসনে পুলিশ সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরের সমন্বয়ের প্রয়োজন বলে জানায় পুলিশের এ কর্মকর্তা ।
বিশেষজ্ঞরা বলছেন, একসময়কার ছোট শহরের জন্য তৈরি সড়ক এখনকার বিশাল নগরীর চাপ সামলাতে পারছে না। প্রায় ৫০ হাজার রিকশা ও অটোরিকশা শহরে চলাচল করে, যার বড় অংশই নিবন্ধনবিহীন।