কুমিল্লায় সাংবাদিক হাবীবুর রহমানের দাফন সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় সাংবাদিক হাবীবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।
রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাবীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবীবুর রহমান দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন হাবীব। দুপুরে ডিআরইউ, ঢাবি জামে মসজিদ ও সময়ের আলো পত্রিকা কার্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে, কুমিল্লার ব্রাম্মনপাড়ায় নিজ গ্রামে হাবীবকে দাফন করা হয়।